ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি প্রমাণ করেছে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বিএনপি প্রমাণ করেছে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ ; ছবি- সুমন

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের নামে বিএনপির নেতাকর্মীরা মিলাদ মাহফিল করে প্রমাণ করেছে বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়া জড়িত ছিলো।

বৃহস্পতিবার(১৭ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় হানিফ বলেন, এবারের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কেক না কাটলেও ভুয়া জন্মদিনের নামে দোয়া ও মিলাদ মাহফিল করেছে।

বিএনপি নেতারা এই ভুয়া জন্ম দিন পালনের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল।

তিনি বলেন, যাদের জন্মের ঠিক নাই, তাদেরই একাধিক জন্ম দিন থাকে। এখনো যে সকল বিএনপির নেতা খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে তাদের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার।

হানিফ বলেন, বিএনপি-জামায়াতের হত্যা ষড়যন্ত্রের রাজনীতি থেমে নেই। তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। গত ১৫ আগস্টে গ্রেনেড নিক্ষেপের ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রের রাজনীতির ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।