ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে সভার মঞ্চে অ্যাডভোকেট কামরুল ইসলামসহ অতিথিরা। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

সভার প্রধান অতিথি কামরুল ইসলাম বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি এখন আনন্দ-উল্লাস করছে।

এখন তাদের প্রিয় পাত্র প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরইমধ্যে বিচার ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করেছেন। বিচার ব্যবস্থা এখন পুরোপুরি স্বাধীন।  

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, একাত্তরের ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিলো। এখন বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।

কামরুল ইসলাম বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপি জাতীয় নির্বাচনে এলে তাদের ভড়াডুবি হবে জেনে তারা আগামী নির্বাচন ভণ্ডুলের পাঁয়তারা করছে।

সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।