সোমবার (২১ আগস্ট) ভোর রাতে সদর ইউনিয়নের ছোট বাঁখুয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের হাছেন আলীর ছেলে ও ওয়ার্ড শিবিরের সাবেক সেক্রেটারি।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির দুপুরে বাংলানিউজকে জানান, শাহাদাতের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।
সোমবার ভোর রাতে ছোট বাঁখুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, শাহাদাত নিজেকে জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী হিসেবে দাবি করে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
আরএ