ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুপ্রিম কোর্টের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়া হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
সুপ্রিম কোর্টের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়া হচ্ছে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বাকসন্ত্রাস আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, তার এ বক্তব্য বিচার বিভাগ ও নির্বাহী বিভাগে মুখোমুখি দাড় করাবে। এতে করে দেশে পরিনতি হতে পাবে ভয়াবহ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এজেড/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।