ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি অন্যের ঘাড়ে ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
বিএনপি অন্যের ঘাড়ে ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: প্রধান বিচারপতির দেয়া রায় নিয়ে বিএনপি রাজনীতির মাঠ গরম করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদর আরএসকেএইচ ইনস্টিটিউট মাঠে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তাদের এ কৌশল কাজে আসবে না।

অন্যের ঘাড়ে ভর করে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা দরকার। বিএনপির তা নেই।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব আনোয়ারুল করিম, পরিচালক যুগ্ম সচিব শিশির কুমার রায়, যুগ্ম সচিব আবুল হাছান খান, মাগুরা জেলা প্রশাসক মো. আতিকুর রহমান, পুলিশ সুপার মো. মুনিবুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, মহম্মদপুর যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এসকে নূরুজ্জামান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক বিপ্লব রেজা বিকো প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।