ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে অনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পৌর কমিটি পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন দলীয় নেতা-কর্মীরা। 

বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।  

এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ছুট্টু, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহতাব উদ্দিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, পৌর যুবদলের সাধারণ সম্পদাক সৌরভ হোসেন ভুলু ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

 
 
এ সময় বক্তারা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্বহালের দাবি জানান।  

উল্লেখ্য, গত ১৯ আগস্ট দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবকদলের দুই নেতা আহত হন।  

পরে জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান সোহেলকে বহিষ্কার করে পৌর কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।