বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সব ঈদগাহ মাঠের ইমামদের সঙ্গে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, যারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদ থাকবে না, মাথায় টুপি থাকবে না।
আজ তাদের মুখে কালি পড়েছে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যাগে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স ভবন নির্মিত হতে যাচ্ছে। আওয়ামী লীগই সবসময় দেশে ইসলাম ধর্মের প্রকৃত খেদমত করেছে।
বিএনপি-জামায়াত সব সময় জনগণের সঙ্গে ভাওতাবাজী করে গেছে। জনগণ জানে, তারা শুধু মিথ্যাচার করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হতে পারেননি। আগামী নির্বাচনে জনগণ আবারও তার জবাব দেবে, যোগ করেন পলক।
তিনি আরো বলেন, সিংড়ার ৪৬০টি গ্রামে ৭০০টি মসজিদ রয়েছে। এর মধ্যে ১৩৭টি মসজিদে কোরান শিক্ষা চালু রয়েছে। এসব মসজিদের ইমামরা সরকারিভাবে বেতন পাচ্ছেন। তারা ছেলে মেয়েদের কোরআন শিক্ষায় আলোকিত করছেন।
প্রতিমন্ত্রী ইমামদের উদ্দেশে বলেন, সিংড়ার বন্যা কবলিত মানুষের পাশে ইমামদেরও দাঁড়াতে হবে।
আসন্ন ঈদে বানভাসি মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদির রহমান ভোলা, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবীর উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসআই