ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির অভিযোগ ভিত্তিহীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
বিএনপির অভিযোগ ভিত্তিহীন

কুষ্টিয়া: দলীয় নেতাকর্মীদের গুম-খুন সংক্রান্ত বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

তিনি বলেন, বিএনপির অভিযোগ ভিত্তিহীন। সরকারকে বিব্রত করার জন্য তাদের নিয়মিত মিথ্যাচারের একটি অংশ এটি।

অতীতে অনেকেই নিখোঁজ হওয়ার দুই-তিন মাস পর ফিরে এসেছে। আবার অনেকে জঙ্গি সংগঠনের সঙ্গে নাম লিখিয়েছে। সুতরাং কে গুম হয়েছে, কে জঙ্গি খাতায় নাম লিখিয়েছে, নাকি স্বেচ্ছায় আত্মগোপন করেছে তা পুনরায় তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।  

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার বাসভবনে অসহায় ও দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন তিনি।

বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে বলে মির্জা ফখরুল ইসলামের করা অভিযোগের জবাবে হানিফ আরো বলেন, নিজেরা অবৈধ দখলদার বলেই আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করছে।  

ঈদের পর বিএনপির আন্দোলনে নামার হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির আন্দোলন বাংলাদেশের জনগণ দেখেছে। তাদের আন্দোলন মানেই পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা। ভবিষ্যতে তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে অতীতে জনগণ যেভাবে প্রতিহত করেছে, ভবিষ্যতেও প্রতিহত করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত তুষার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।