সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খোলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আনিছ উপজেলার ঘাগড়া ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আরাফাত মিয়ার ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগ কর্মী।
স্থানীয়রা জানান, দুপুরে পুকুর থেকে পানি নামানোর ড্রেন কাটাকে কেন্দ্র করে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার পক্ষের লোকজন ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যুবলীগ কর্মী আনিছ নিহত হন। খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে গেলে ওসিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি মো. আলমগীর হোসেন বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আরবি/