ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এটা তাদের জন্য অসম্মানজনক, মায়ানমারকে বুঝতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
এটা তাদের জন্য অসম্মানজনক, মায়ানমারকে বুঝতে হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেয়া মায়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, এর‍া তাদের (মায়ানমার) দেশের নাগরিক, তারা আজকে কেন অন্য দেশে উদ্বাস্তু হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের নাগরিক যদি অন্য দেশে রিফিউজি হয়ে থাকে এটা সে দেশের জন্য এটা সম্মানজনক না। এটা মায়ানমারকে উপলব্দি করতে হবে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আজকে মায়ানমারের যেসব নাগরিক আমাদের দেশে এসে আশ্রয় চাচ্ছে, আশ্রয় নিয়েছে তাদের নিরাপত্তা দেয়া উচিত, ফিরিয়ে নেয়া উচিত। তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেয়া উচিত।

মায়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে যে ঘটনা ঘটেছে সেটা আরো রিফিউজি নিয়ে এসেছে। ১৯৭৮ সাল থেকে এ অঞ্চলে রিফিউজি ঢুকছে এবং রেজিস্টার যা আছে আন রেজিস্টার তার চেয়ে বেশি।

‘মায়ানমারে এক একটা ঘটনা ঘটে আর আমাদের এখ‍ানে রিফিউজি আসে। ’

উদ্বাস্তুদের কষ্টকর জীবনযাপনের কথা তুলে ধরে প্রধানামন্ত্রী বলেন, সবচেয়ে মানবেতর অবস্থা শিশু, নারী, বৃদ্ধদের। এটা সত্যি খুব কষ্টকর, এ দৃশ্য সহ্য করা যায় না।

তিনি বলেন, মানুষ আজ সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের সহযোগিতা করতে। পাশাপাশি আমরা মায়ানমারকে চাপ দিচ্ছি, যাতে তারা তাদের নাগরিকদের আমাদের দেশ থেকে ফিরিয়ে নিয়ে যায়। সেটাই আমরা চাই।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসকে/এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।