ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: নিরপেক্ষ সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বন্যা দুর্গত কৃষকের মধ্যে ধানের চারা বিতরণকালে এ কথা বলেন তিনি।

এসময় শওকত মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কেননা দেশে এখনো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। যার প্রমাণ সরকার এখনো বিএনপিসহ অন্যান্য বিরোধী দলকে কোনো সভা সমাবেশ করতে দেয় না। তবে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বিএনপির ক্ষমতায় আসবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুল নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শেখ, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস ছালামসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

পরে বন্যা দুর্গত ২০০ জন কৃষকের হাতে ধানের চারা তুলে দেন শওকত মাহমুদ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।