ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন। ছবি: বাংলানিউজ

খুলনা: রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা জেলা  ও মহানগর বিএনপি।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে ও মহানগর বিএনপি কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।  

মহানগর বিএনপির মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশন মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন প্রমুখ।  

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা রোহিঙ্গাদের পাশে খাদ্য-বস্ত্র ও ওষুধ সামগ্রী নিয়ে দাঁড়াতে প্রস্তুত রয়েছে।  

অপরদিকে জেলা বিএনপির মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. গাজী আব্দুল হক।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা গাজী তফসির আহমেদ, খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, অ্যাডভোকেট মাসুম রশিদ, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা।
 
খুলনা বিএনপির সব থানা ও ওয়ার্ড কমিটি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার ফেস্টুন সহকারে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।