ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় জামায়াত কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
উল্লাপাড়ায় জামায়াত কর্মী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মো. প্যারিস হোসেন ইমরান (২৫) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সলপ ইউনিয়নের রামনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান ওই গ্রামের মো. আফজাল প্রামাণিকের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার শুক্রবার দুপুর ২টার দিকে জানান, সম্প্রতি উল্লাপাড়ার বিভিন্ন জায়গায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের ঈদ শুভেচ্ছা সম্বলিত ব্যানার ও পোস্টার লাগানো হয়। পোস্টার লাগানোর অভিযোগে ভোরে সলপ ইউনিয়নের রামনগর প্রাইমারি স্কুল মাঠ থেকে প্যারিসকে আটক করা হয়।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্যারিস নিজেকে জামায়াত কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।