শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুর এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এ স্মরণসভার আয়োজন করে।
এতে বিশেষ অতিথি ছিলেন মরহুম এম আব্দুর রহিমের বড় ছেলে বিচারপতি এম এনায়েতুর রহিম।
বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি এম এনায়েতুর রহিম বলেন, প্রয়াত এম আব্দুর রহিম ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ, সাহসী, সমাজসেবক ও নিষ্ঠাবান ব্যক্তি। অর্থের প্রতি তার কোনো ধরনের লোভ-লালসা ছিল না। নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে তিনি আজীবন সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের সেবা করেছেন। তার স্মরণে এই আয়োজন করার জন্য আমি দিনাজপুরবাসীর প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে যে কোনো ধরনের উদ্যোগকে আমাদের পরিবার স্বাগত জানাবে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান এম আব্দুর রহিম পদক, শিক্ষাবৃত্তিসহ অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রম গ্রহণ করলে তার পরিবার সার্বিক সহযোগিতা করবে।
এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, সিনিয়র আইনজীবী মো. ইছাহক, দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি মো. সফিকুল হক ছুটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ।
অনুষ্ঠানে মরহুম এম আব্দুর রহিমের ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, মো. আলাউদ্দিন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসএইচ