ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে চাপ সৃষ্টি করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
রোহিঙ্গা ইস্যুতে সরকারকে চাপ সৃষ্টি করতে হবে রোহিঙ্গা ইস্যুতে সরকারকে চাপ সৃষ্টি করতে হবে

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কোনো ভূমিকা নেই উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সরকারকে জাতিসংঘের মাধ্যমে মায়নমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘রোহিঙ্গা মুসলিম গণহত্যা বিরুদ্ধে বিশ্ববাসী রুখে দাঁড়াও’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, বহুবছর আগ থেকে রোহিঙ্গারা আরাকানে বসবাস করে আসছে।

আজ হঠাৎ তাদের উগ্রপন্থি বাঙালি বলে গণহত্যা ও নির্যাতনের মাধ্যমে সেই দেশ থেকে বিতাড়িত করছে। কারণ তারা মুসলমান। আর এই কারণে জাতিসংঘও কিছু বলছে না।
 
তিনি বলেন, তুরুস্ক ও ইন্দোনেশিয়াসহ ছোট ছোট মুসলিম দেশগুলো নরহত্যার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। তারা মায়ানমারের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু বাংলাদেশ মায়ানমানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করা তো দূরের কথা, কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।
 
তাই সরকারকে রোহিঙ্গা ইস্যুতে চাপ সৃষ্টি করতে সমগ্রজাতিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যাতে মায়ানমারে গণহত্যা ও নির্যাতন বন্ধ করতে সরকারও জাতিসংঘসহ সারাবিশ্বকে চাপ সৃষ্টি করে।

মানববন্ধনে জাগপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।