রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি।
বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ বলেন, মানবতাবিরোধীদের বিচার করা একটা পবিত্র দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করেছি। জামায়াত-শিবির-রাজাকার স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু, ওরা মানবতার শত্রু। ওরা ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আবার ওরাই ক্ষমতায় গিয়ে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহীর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগ এই বর্ধিত সভার আয়োজন করে। হরিয়ান সুগার মিল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা পঙ্কজ দেবনাথ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড. পিএম সফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন।
সভা পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সালাম।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এসএস/এএ