সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমার সরকারের বক্তব্য সঠিক নয়।
রোহিঙ্গাদের উপর নিপীড়নকে জাতিগত নিধন আখ্যা দিয়ে তিনি বলেন, সারা বিশ্ববাসী বলছে এটা গণহত্যা। অথচ এমন স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশ সরকার নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারছে না। বরং তারা মিয়ানমার সরকারের সুরে কথা বলছে।
এসময় তিনি রোহিঙ্গা গণহত্যায় সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, সরকার রোহিঙ্গাদের পাশে না থাকলেও ১৬ কোটি মানুষ তাদের সঙ্গে থাকবে।
এছাড়া মিয়ানমারের সঙ্গে ৭৮ সালে করা চুক্তি অনুযায়ী জাতিগত নিধন বন্ধে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।
এ সময় তিনি রাজনীতির সব পথ রুদ্ধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকতুল্লা বুলু প্রমুখ।
বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর, ১১
এএম/আরআই