শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োজিত ' রোহিঙ্গা সংকট: সমাধান কোন পথে' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, রোহিঙ্গারা ক্ষুধার্ত অথচ আমরা ২০ ট্রাক ত্রাণ নিয়ে গিয়েছি, আপনারা তা দিতে দেননি।
নারীদের নির্যাতনের কারণে ইতোমধ্যে কয়েকজন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একদিকে, মিয়ানমার রোহিঙ্গাদের নির্যাতন করছে, অন্যদিকে এই সরকার তাদের ভাতে মারবে পানিতে পারবে এমন নীতি অবলম্বন করছে। তাদের নেতাকর্মীরা নারীদের উপর নির্যাতন করছে। নৌকায় রোহিঙ্গাদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে।
তিনি আরও বলেন, মিয়ানমারের মত এতো ভয়াবহ চিত্র ৭১ এর পরে আমি আর দেখিনি। সেখানে ছোট ছোট শিশুরা কান্না করছে। নারী শিশু ও বৃদ্ধারা একা রাস্তার পাশে ভয়ার্ত চেহারায় বসে আছে।
বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি রক্ষায় কাজ করছে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যে সেনাবাহিনী বিশ্বে শান্তি রক্ষায় কাজ করছে অথচ নিজ দেশ রক্ষায় তাদের কাজে লাগানো যাচ্ছে না। আজকে যদি সেনাবাহিনীকে সীমান্তে নিযুক্ত করা হতো তাহলে মিয়ানমারের দুঃসাহস হতো না রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেয়ার।
এই সরকারের পক্ষে রোহিঙ্গা সংকট দূর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় আড়াই লাখ রোহিঙ্গাকে তারা ফেরত নিতে বাধ্য হয়েছিল। এই সংকট সমাধান করতে হলে শক্তিশালী সরকার দরকার।
আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, বিএফইউজের সাবেক সভাপতি এম এ আজিজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, শহিদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬
এএম/আরআই