ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে খুলনায় ১৪ দলের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
 রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে খুলনায় ১৪ দলের মানববন্ধন

খুলনা: রোহিঙ্গাদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও তাদের বসত বাড়িতে অগ্নিসংযোগ করে দেশ থেকে বিতাড়িত করার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে ১৪ দল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে খুলনা মহানগর ও জেলা ১৪ দল।

এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজানসহ ১৪ দলের নেতারা।

কর্মসূচিতে খুলনা মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন।

বক্তারা রোহিঙ্গাদের ধর্ষণ, নির্যাতন, হত্যা এবং বসত বাড়িতে অগ্নিসংযোগ করে দেশ থেকে বিতাড়িত করার প্রতিবাদ জানিয়ে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।