ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশ-গণতন্ত্র বাঁচাতে নৌকায় ভোট দিতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
দেশ-গণতন্ত্র বাঁচাতে নৌকায় ভোট দিতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: দেশ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশ বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে।

তাই আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন করছে। সে নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়ে নিজেদের খাদ্য ভাগাভাগি করে খাওয়ার অঙ্গীকার করে বিশ্ব জনমত গঠনে কাজ করছেন।  

জাতিসংঘের সভায় তাদের নিজ দেশে ফেরত নেওয়ার বিষয়ে চাপ সৃষ্টির সুপারিশ করেছেন। সারাবিশ্বে শেখ হাসিনার এ কর্মকাণ্ড, তৎপরতা সুনাম অর্জন করছে। সবাই শেখ হাসিনার প্রতি খুশি হয়েছে শুধু বিএনপি খুশি হতে পারেনি। তারা নানা সময়ে নানা মিথ্যাচার করে আওয়ামী লীগের ও দেশের বদনাম করার চেষ্টা করছে বলে যোগ করেন তিনি।

আওয়ামী লীগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ ইন্টারনেট, হাতে হাতে মোবাইল, দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা ও রাস্তার উন্নয়ন কাজ আশানুরূপভাবে সম্পন্ন হচ্ছে। অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। নোয়াখালী জেলায় ৪৫৪ কোটি টাকা ব্যয়ে খাল খননের কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা।

সুবর্ণচর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।