ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে

শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট নয়, একটি সমস্যা। লাখ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে ছুটে এসেছে। বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা সাত লাখ ছাড়িয়ে যাচ্ছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখা আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এবার উত্তরবঙ্গে পাহাড়ি ঢল ও হাওর এলাকায় অকাল বন্যা হয়েছে।

এ অবস্থা দক্ষ হাতে মোকাবেলা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এখন সবার মুখে হাসি আছে। মানুষ ক্ষতি কাটিয়ে উৎসবে অংশ নেয়, একে অপরকে আলিঙ্গণ করে। শেখ হাসিনা কীভাবে বানভাসী মানুষ থেকে শুরু করে রোহিঙ্গা পর্যন্ত, সবার পাশে দাঁড়িয়ে আশ্রয় দেন, সাহস দেন, ভালোবাসা দেন, মমতা দিয়ে ভরিয়ে দেন? এরই নাম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সারাবিশ্বের মানুষ আজ রোহিঙ্গা সমস্যা সমাধানে আমাদের প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতার প্রশংসা করছে। কোনো অভিনয় নয়, অন্তরের সমস্ত ভালোবাসা নিয়ে তিনি যেভাবে আর্ত মানবতার সেবায় কাজ করছেন, তা সারা পৃথিবীকে স্পর্শ করেছে। সেই ব্রিটেন থেকে শুরু করে জার্মান, এমনকি চীন পর্যন্ত আজ রোহিঙ্গাদের সাহার্যার্থে এগিয়ে আসছে। এরই নাম তো সফল কূটনীতি। কীভাবে আত্মমর্যাদা বজায় রেখে মানবতার সেবায় কাজ করা যায় শেখ হাসিনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যোগ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, রাস্তার পাশে চাদর পেতে আল্লাহর ওয়াস্তে দুইটা পয়সা দিয়া যান- এ স্টাইল থেকে বাংলাদেশকে বের করে এনেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা ১৬ কোটি মানুষ রোহিঙ্গাদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খাবো।

নালিতাবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ও বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শ্রী যোগেন চন্দ্র রায় ও দপ্তর সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠান পরিচালনা করেন শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু।

মন্ত্রী পরে নকলা উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সদরের একটি পূজা মণ্ডপ পরির্দশন করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।