ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে কর্মসূচি পালন না করার অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
প্রধানমন্ত্রীর জন্মদিনে কর্মসূচি পালন না করার অনুরোধ

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কোনো প্রকার আনন্দ-উৎসবের কর্মসূচি পালন না করার অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের সভাপতির জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আনন্দ-উৎসব থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল, সকাল ১০টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল বাড্ডা ও সকাল সাড়ে ১০টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) ওয়াই এম সি এ চ্যাপেল, ২৯ সেনপাড়া, মিরপুর-১০ এবং সুবিধাজনক সময়ে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জাসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ রোহিঙ্গা শরণার্থীদের উপর সমবেদনা জ্ঞাপন করে মানবিক কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।