ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

রাঙামাটি কলেজ ছাত্রলীগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, সেপ্টেম্বর ২৭, ২০১৭
রাঙামাটি কলেজ ছাত্রলীগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

রাঙামাটি: দীর্ঘ ১০ মাসের বেশি সময় পরে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা ছাত্রলীগ।

বুধবার (২৭ সেপ্টম্বর) রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার থেকে কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে  মিছিল-মিটিংসহ তাদের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এ বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন জানান, দলের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আশাকরি স্থগিতাদেশ প্রত্যাহারের পর থেকে কলেজ ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে সব বিভেদ ভুলে দলের স্বার্থে কাজ করবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১০ নভেম্বর দুপুরে কলেজ ছাত্রলীগ নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দু’গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী গুরুতর আহত হয়। এ ঘটনার পর তাদের সব রকম সাংগঠনিক কাজে স্থগিতাদেশ দেয়া হয়।  

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ