ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাহাঙ্গীর হত্যার বিচার দাবি করলেন এমপি ফাতেমা রাণী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
জাহাঙ্গীর হত্যার বিচার দাবি করলেন এমপি ফাতেমা রাণী ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর আদর্শ কলোনিতে পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা রাণী

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর চাঞ্চল্যকর কিশোর জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা রাণী।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কৃষ্টপুর আদর্শ কলোনিতে পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, দলের পরিচয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী ও তার দুই ছেলে আরএম রাসেল ও রিপনকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

কৃষ্টপুর আদর্শ পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন- শহর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও কৃষ্টপুর মালঞ্চ কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর বাবুল, আদর্শ কলোনীর সহ-সভাপতি সিরাজ মিয়া, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাথী আক্তার, ফাতেমা আক্তার রুমা, মজনু মিয়া প্রমুখ।  

নগরীর কৃষ্টপুর আদর্শ কলোনি পরিচালনা কমিটির নেতারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলোরির শর্ত অনুযায়ী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলীর বরাদ্দ করা ঘর বাতিলেরও দাবি জানান।  

সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা রাণী বলেন, ভূমিহীনদের সঙ্গে কোনো সন্ত্রাসী থাকতে পারে না। এ কলোনিতে কোনো সন্ত্রাসীরই ঘর থাকবে না। হোসেন আলী যে দলেরই হোক তার ঘর বাতিলে জন্য জেলা প্রশাসনকে সুপারিশ করবো। দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেফতার ও তার ঘর বাতিল করা হবে।  

এ সময় কলোরির লাশ ঘর ও গ্যাস সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য।  

এর আগে অপহরণের এক সপ্তাহ পর ১৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেলের সেপটিক ট্যাংকির ভেতর থেকে জাহাঙ্গীর (১৬) নামে স্থানীয় বহিরাগত এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি রিপনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও এখন পর্যন্ত হোসেন আলী ও তার ছেলে আর এম রাসেলকে গ্রেফতার করতে পারেনি।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।