বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খেলাফত মজলিস আয়োজিত 'জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, অনেকে বলেন চীন আমাদের বন্ধু রাষ্ট্র, রাশিয়া আমাদের বন্ধু, তারা রোহিঙ্গাদের বিপক্ষে গেছেন বলে প্রধানমন্ত্রী হাসিনাও তাদের বিপক্ষে গেছেন।
প্রধান বিচারপতি প্রসঙ্গে দুদু বলেন, প্রধান বিচারপতি আমাদের রাজনীতি ভাবাপন্ন মানুষ না। তিনি আওয়ামী ভাবাপন্ন মানুষ। সারা জীবন তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষে জয়গান করেছেন। সবশেষ সপ্তাহ দু’য়েক আগেও তিনি বলেছিলেন শেখ মুজিবের জন্ম না হলে তিনি প্রধান বিচারপতি হতে পারতেন না। কারা তাকে প্রধান বিচারপতি করেছিল খালেদা জিয়া, ২০ দল?
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মওলানা মো. ইছাহাকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সাংবাদিক মাহবুব উল্লাহ, সংগঠনের মহাসচিব আহমেদ আব্দুল কাদির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এমএসি/এএ