ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'অসুস্থ হয়েও বিতর্ক সৃষ্টি করেছেন প্রধান বিচারপতি'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
'অসুস্থ হয়েও বিতর্ক সৃষ্টি করেছেন প্রধান বিচারপতি' ১৪ দলীয় জোটের বৈঠকে মো. নাসিম

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ হয়েও বিতর্ক সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।  

মোহাম্মদ নাসিম বলেন, প্রধান বিচারপতি পদটি অত্যন্ত গৌরাবান্বিত ও সম্মানজনক পদ।

আমরা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সম্মান করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য তিনি এ পদে এসে পদটিকে বারবার বির্তকিত করার চেষ্টা করছেন।  

তিনি বলেন, আমরা কেউ আশা করি নাই যে, তিনি এ পদটিকে এভাবে বিতর্কিত করবেন। এখন অসুস্থ হয়েও বিতর্ক সৃষ্টি করেছেন।

নাসিম বলেন, তিনি (প্রধান বিচারপতি) একবার গ্রিক মূর্তি স্থাপন করে বিতর্কিত করা চেষ্টা করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা বলে বিতর্ক সৃষ্টি করেছেন। এরপর ষোড়শ সংশোধনী রায় বাতিল করে এবং পর্যবেক্ষণ দিয়ে গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছেন।  
 
রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও কূটনৈতিক সাফল্যের প্রশংসা করে মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশ একটি ভয়াবহ সংকট থেকে রক্ষা পেয়েছে। একটি মহল লাগামহীনভাবে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিলো। অনেক সময় তারা বল প্রয়োগের কথাও বলেছিলো। কিন্তু তা আজকের দুনিয়ায় সম্ভব নয়। শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে এ সমস্যার সমাধানে আছি আমরা।  

আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলও গণসংবর্ধনা দেবে।  

এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের নিয়ে ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এমইউএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।