মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (০৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া ও কাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, ২০১৪ সালে নাশকতার অভিযোগে বেশকিছু মামলা রয়েছে। মামলার সন্দেহভাজন হিসেবে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালত শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালাম বাংলানিউজকে জানান, বুধবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বন্ধ করতে মিথ্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
টিএ