রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে 'অক্টোবরের সমাজতন্ত্রীক বিপ্লবের শতবর্ষ' উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসানুল ইনু বলেন, আমাদের সংবিধানের প্রধান চারটি উল্লেখযোগ্য কথার মধ্যে একটি হচ্ছে সমাজতন্ত্র।
তিনি বলেন, সংবিধানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হলেও বাস্তবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এখনো। তাই এখনো দেশে জঙ্গিবাদ ও রাজাকারা রয়ে গেছে। তাই জঙ্গিবাদ ও রাজাকার নির্মূল করতে হলে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন।
দারিদ্র দূরীকরণের এক মাত্রা উপায় হচ্ছে সমাজতন্ত্র উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার এতো বছর পরেও ধনী গরিবের মধ্যে পার্থক্য দিন দিন বাড়ছে। এই সমস্যার মূল্য হচ্ছে দেশে সমাজতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে। দেশের সব শ্রেণির মানুষের দারিদ্র দূরীকরণের এক মাত্র উপায় হচ্ছে সমাজতন্ত্র। আর আমরা দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
দেশে সমাজতন্ত্র না থাকায় প্রধান বিচারপতি ও নির্বাচনে সমস্যা সৃষ্টি হয়েছে,কিন্তু আইন ও সংবিধান অনুযায়ীই প্রধান বিচারপতি ও নির্বাচনের সমস্যা দূর করা হবে বলেও তিনি জানান।
জাসদের সহ-সভাপতি মীর হোসেন আক্তার ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপিসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা অক্টোবর ১৫,২০১৭
এমএসি/এসএইচ