সোমবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে গণ সংস্কৃতি দল আয়োজিত ‘জাতীয় বীর’ অলি আহাদের ৫ম মৃত্যুবার্ষিকী ও চলচ্চিত্রকার চাষি নজরুল ইসলামের ৭৬ তম জন্মবার্ষিকীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন কঠিন দুঃসময় চলছে।
চিকিৎসার জন্য তারেক রহমান বিদেশে থাকলেও সরকার তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, আমরা এখনো আপনাদের (সরকারকে) সহযোগিতা করতে চাই। আমরা বারবার বলেছি, জাতীয় ঐক্যের সৃষ্টি করুন। আমরা চেয়েছি সরকারের হাতকে শক্তিশালী করতে। অথচ তারা বলছেন, আমরা নাকি রাজনীতি করছি? রাজনীতি তো আপনারাই করছেন। জনগণের সঙ্গে মিথ্যাচার করছেন একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য।
জনগণ পরিবর্তন চাইছে জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া আপনার দিকে দেশের জনগণ তাকিয়ে আছে, আপনি দায়িত্ব গ্রহণ করেন।
স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করার আহ্বান জানিয়ে তিনি স্ট্যান্ডিং কমিটিতে নারী সদস্য সংখ্যা বৃদ্ধি করার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি মেজর হাফিজ ও নোমানদের সঙ্গে নিয়ে খালেদা জিয়াকে রাজপথে নামারও আহ্বান জানান।
গণসংস্কৃতি দলের সভাপতি এস আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, অলি আহাদের কন্যা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, চাষি নজরুল ইসলামের সহধর্মিণী জোসনা কাজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএম/আরআই