এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহে হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম এ মজিদ।
তিনি বলেন, ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ঝিনাইদহে হরতাল করবো আমরা।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পৃথক ধারায় মসিউর রহমানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা জরিমানা ও তার ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে যশোরের স্পেশাল জেলা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই