ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মওদুদের নাশকতার সাত মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
মওদুদের নাশকতার সাত মামলা স্থগিত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাশকতার  সাত মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মামলাগুলো বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে বুধবার (২৫ অক্টোবর) রুলসহ স্থগিতাদেশ দেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ।

রুলে কেন মামলাগুলো বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন।
 
মামলাগুলোর মধ্যে রাজধানীর পল্টন থানার চারটি ও রমনা থানার দু’টি মামলা ২০১৩ সালের ০২ মার্চ এবং শাহজাহানপুর থানার একটি মামলা একই বছরের ০৪ মার্চ দায়ের করা হয়। সাতটি মামলায়ই পুলিশের দেওয়া ‍অভিযোগপত্র আমলে গ্রহণ করেছেন আদালত।     

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।