বুধবার (২৫ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। রিয়াদ আহম্মেদ ওরফে রিয়াদ হোসেন জেলার বেলকুচি উপজেলার চরখাষিয়া গ্রামের রকিব উদ্দিন মাস্টারের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বৃহস্পতিবার সকালে বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রিয়াদ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, বেলকুচির দৌলতপুর উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ ও মারপিট করার অভিযোগে রিয়াদ ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে আদালতে মামলা দায়ের করেছেন মেয়েটির মামা।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই