ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বাংলার মানুষ হরতাল আর জ্বালাও-পোড়াও চায় না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
‘বাংলার মানুষ হরতাল আর জ্বালাও-পোড়াও চায় না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ হরতাল আর জ্বালাও-পোড়াও চায় না। জ্বালাও-পোড়াও চক্রান্তকারীদের এ দেশের জনগণ প্রতিহত করবে।’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল তেকানীতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংবিধানের বাইরে আমরা যাবো না, এটা নিয়ে কথা বলে লাভ নেই।

এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। ’

চরাঞ্চলসহ দেশের সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। ’

একাত্তরের ঘাতকরা এবং জঙ্গিবাদের মদদদাতারা আগামী নির্বাচনে অংশ নিয়েও যাতে নির্বাচিত হতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মী এবং জনগণকে সজাগ থাকার আহবান জানান তিনি।

তেকানী ইউনিয়নের কিনারবেড় হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত জনসভার আয়োজন করে  ইউনিয়ন আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।