ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দাউদকান্দিতে আ.লীগ-বিএনপির পাল্টা-পাল্টি অবস্থান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
দাউদকান্দিতে আ.লীগ-বিএনপির পাল্টা-পাল্টি অবস্থান  কুমিল্লায় মহাসড়কের পাশে ব্যানার নিয়ে দলীয় নেতাকর্মীরা

কুমিল্লা: বিএনপি চেয়াপরপারসন খালেদা জিয়ার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ-বিএনপি। 

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে নানা ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।  
 
সরেজমিনে দেখা যায়, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় উপজেলা আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে খালেদা জিয়ার আগমনের বিরুদ্ধে মানববন্ধন করছে।

একই রাস্তায় বিএনপি নেতাকমীরা খালেদা জিয়াকে স্বাগমত জানাতে ব্যানার নিয়ে অবস্থান নিয়েছেন।  

খালেদাকে ধিক্কার জানাতে কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান অবস্থান নেওয়া দুই দলের নেতাকর্মীদের মহাসড়ক ছেড়ে দিতে জেলা পুলিশ মাইকিং করে অনুরোধ করছেন।

এক পর্যায়ে পুলিশের অনুরোধে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে চলে যান। তবে বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

কুমিল্লার চান্দিনায় বিএনপির পথসভায় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  শনিবার দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের উপজেলা গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে চান্দিনা থানার ওসি নাসির উদ্দিন মৃধা বাংলানিউজকে জানান, তেমন কিছু হয়নি।

এদিকে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

**খালেদাকে অভ্যর্থনা জানাতে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭/আপডেট ১৩৪৪ ঘণ্টা
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।