ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার গাড়ি বহরে হামলা বিএনপির পূর্বপরিকল্পিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
খালেদার গাড়ি বহরে হামলা বিএনপির পূর্বপরিকল্পিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ/ছবি: বাদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা বিএনপির পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দফা রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল ভিত্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা বিএনপির একটি পূর্ব পরিকল্পনা মাত্র।

তাদের সেই পরিকল্পনা সফল হয়েছে। খালেদা জিয়া এখন রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। রোহিঙ্গাদের পাশে বিএনপি কখনো দাঁড়ায়নি। এতোদিন কোথায় ছিলেন খালেদা জিয়া। যদি সেটা না হবে তাহলে ত্রাণ দেওয়ার পরিবর্তে কেন তিনি রাজনৈতিক কর্মসূচি করবেন।

তিনি বলেন, কক্সবাজারে প্লেনে যেতে পারতেন। কিন্ত সেটা না করে তিনি গাড়িতে গিয়েছেন। এখানেই স্পষ্ট এটা রোহিঙ্গাদের প্রতি দয়া নয়, বরং রাজনৈতিক কর্মসূচি মাত্র। খালেদার উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা। সে কারণে দেশে এসেই তিনি বিশৃঙ্খলা তৈরি করছেন।

গাড়ি বহরে হামলা বিষয়ে তিনি বলেন, এটা আওয়ামী লীগ করেনি। করেছে বিএনপি (এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির এক নেতার রেকর্ডিংও শোনান)। আর আওয়ামী লীগ নেতারা যদি হামলা করতো তাহলে সাংবাদিকদের উপর নয়, বিএনপি নেতাদের উপর হতো। সেটা তো হয়নি। সুতরাং, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়েছে।
 
হাসান মাহমুদ বলেন, আদালতে খালেদা জিয়া কাঁদেন তারেক রহমানের জন্য, আর ফখরুল কাঁদেন তার পেট্রোল বোমা বাহিনীকে বাঁচানোর জন্য। কি আজব তাদের কান্নার রোল। তাই বিএনপিকে স্পষ্ট করে বলতে চাই, যারা দেশে অপরাজনীতি করতে চায় তাদের প্রতি আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়া বিএনপি যদি দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাহলে তারা রাজনীতি থেকে চিরতরে মুছে যাবে। এজন্য সবকিছু বাদ দিয়ে বিএনপির উচিত সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।