সোমবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়।
সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) তানভীর বাংলানিউজকে জানান, থানায় দায়েরকৃত বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মোগড়াপাড়া এলাকা থেকে আতাউরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
আতাউরকে গ্রেফতারে নিন্দা প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন মোল্লা।
এরআগে গত ১০ অক্টোবর সোনারগাঁও কাঁচপুর এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই ঘটনায় নাশকতার অভিযোগে সোনারগাঁও থানা পুলিশ সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুহাম্মদ শাহআলমসহ ১০০ জন নেতাকর্মীর নামসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করে। ওই মামলায় রোববার রাতে আতাউরকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এএটি