সোমবার (৩০ অক্টোবর) বিকেলে এর উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পের চলমান ৪৮তম দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এর আগে তিনি বেলা ১টায় ময়নারঘোনা ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সেই লক্ষ্যে সেনাক্যাম্পে বিএনপির পক্ষ থেকে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সেখানে তিনি পাঁচ হাজার শিশুর মধ্যে শিশুখাদ্য বিতরণের পাশাপাশি গর্ভবতী পাঁচ হাজার নারীর মধ্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলে দেন।
এদিকে, ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ব্যানার ফেস্টুনে সাঁটানো হয়।
ডা. জাহিদ বলেন, অস্থায়ী মেডিকেলে এ পর্যন্ত প্রায় দুই লাখ রোহিঙ্গা রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
বিএস