ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় ঢিলেঢালা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
শৈলকুপায় ঢিলেঢালা হরতাল আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ হরতাল কর্মসূচি।

সকাল থেকে উপজেলার কোথাও হরতাল সমর্থনে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। সকালে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলতে শুরু করে।

উপজেলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল ছিল স্বাভাবিক। নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা।

এদিকে সকালে উপজেলার ভাটই বাজারে আওয়ামী লীগ নেতা টি এ রাজুর নেতৃত্বে হরতাল বিরোধী একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দুর্নীতির দায়ে ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল ওহাবকে আট বছরের কারাদণ্ড পাশাপাশি ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শৈলকুপায় আধাবেলা হরতালের ডাক দেয় উপজেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।