বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এ কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
এর মধ্যে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের জেলা উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা শরীফ পাঠ, ৭ নভেম্বর উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ।
এছাড়া, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুবিধামতো দিন ও সময়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে এবং আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলীর সদস্য, বিএনপি ও এর সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এএম/বিএস