মঙ্গলবার (০৭ নভেম্বর) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করে দেন।
আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেদায়েত কবির খান।
গত ০৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিয়ার আদালত দণ্ডবিধির ৩০২/ ১২০/৩৪ ধারায় অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু করেন। তবে কয়েকদফা সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও এমপি রানাকে আদালতে না আনায় শুরু হয়নি।
চাঞ্চল্যকর এ মামলায় এমপি রানা ছাড়াও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জন আসামির বিচার চলছে।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত।
কয়েক দফা ব্যর্থ হওয়ার পর গত ১৩ এপ্রিল হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন এমপি রানা। তবে আপিল বিভাগ ওই জামিনের আদেশ স্থগিত রাখায় তিনি মুক্তি পাননি।
বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
ইএস/এএসআর