বুধবার (৮ নভেম্বর) দুপুরে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নারীরা আজও নিরাপদ নয়, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য আব্দুল খালেক, ফজলুল হক মাস্টার, পলিট ব্যুরো সদস্য ডা. সুশান্ত দাস প্রমুখ।
আলোচনা সভার আগে সকালে দিবসটি উপলক্ষে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরের অশ্বিনীয় কুমার হল থেকে লাল পতাকা মিছিল বের হয়। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএস/এএ