বিএনপি তাদের সহনশীলতার মাত্রা ছাড়িয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
রোববার (১২ নভেম্বর) দুপুরে রমনায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভা শেষে বের হওয়ার সময় সাংবাদিক এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা জানান।
এসময় তিনি বলেন, খালেদা চেয়ে বড় সমাবেশ আমি কক্সবাজারে করেছি। কোনো জনদুর্ভোগ হয়নি।
বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ডেকেছে বিএনপি। ৭ নভেম্বর উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বক্তব্য রাখার কথা রয়েছে।
ঢাকায় প্রবেশের প্রধান পয়েন্টগুলোয় এবং ঢাকা মহানগরের রাস্তায় যানবাহন সংকট এবং দূরপাল্লার পরিবহনও রাস্তায় দেখা যাচ্ছে না, এটা কেন হচ্ছে—সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমি জানি না। ’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কি সহায়ক, নাকি তত্ত্বাবধায়ক? তারা একবার বলে সহায়ক সরকার, আবার বলে তত্ত্বাবধায়ক সরকার। আসলে তারা কী চায়, তা কি আজ পরিষ্কার করবেন খালেদা জিয়া?’
তিনি আরও বলেন, তারা কী চান, দেশের জনগণ তা জানতে চায়। কথা তো পরিষ্কার, সহায়ক ও তত্ত্বাবধায়ক তো মামাবাড়ির আবদার না। আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না’।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশে জনভোগান্তি হবেই, এটাকে সহনীয় মাত্রায় রাখা রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু আজকে তো সহনীয় মাত্রায় নেই। সহনশীলতার মাত্রা অতিক্রম করে এখন রাস্তা অচল হয়ে গেছে’।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসএ/এসএইচ