এসময় নতুন করে বিচার বিভাগ নিয়ে নোংরামির রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান হানিফ।
তিনি বলেন, এসকে সিনহা সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা নিয়ে কানাডা গেছেন।
রোববার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হানিফ বলেন, বিচার বিভাগকে কলুষিত করেছিল জিয়াউর রহমান। উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে অনেক বিচারপতিকে অপসারণ ও এজলাস থেকে সরিয়ে দিয়েছিলেন। আর আওয়ামী লীগ সব সময় বিচার বিভাগের ওপর শ্রদ্ধাশীল।
বিএনপির সমাবেশে বাধা দেয়া প্রশ্নে আওয়ামী লীগের এই নেতা বলেন, নিয়ম অনুযায়ী সমাবেশের জন্য বিএনপি অনুমতি চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দিয়েছে। বাধা দেয়ার প্রশ্নই আসে না। এ নিয়েও অসুস্থ রাজনীতি করছে বিএনপি।
পরে তিনি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে কয়েক হাজার নেতাকর্মীদের সামনে সাংগঠনিক নিয়মে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহ্মুদ।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন-জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ সভাপতি হাজী রবিউল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সকাল থেকেই দলে দলে শত শত নেতাকর্মী সম্মেলনে অংশ নেয়।
এক যুগ পর কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনস্থলসহ শহরের বিভিন্ন মোড়ে ব্যানার ফেস্টুন আর তোরণ নির্মাণসহ নানা সাজে সাজানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ