তিনি বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সোহরাওয়ার্দীতে ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত ' বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি' উপলক্ষে সাংবাদিকদের আনন্দ সম্মীলনীতে উপস্থিত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, 'আমরা পাল্টাপাল্টি শোডাউন করতে যাচ্ছি না। এই সমাবেশ কোন রাজনৈতিক সমাবেশও নয়। এই ভাষণ (৭ মার্চ) ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে। যা আমাদের সকলের সম্পদ। আপনাদের কাছে অনুরোধ এই সমাবেশ নিয়ে ডিবেট সৃষ্টি করবেন না। '
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গতকাল বিএনপি জনসভা করেছে। আমরা ১৮ তারিখে সমাবেশ করবো। এটাকে তারা যেন পাল্টাপাল্টি কর্মসূচি মনে না করে।
৭ মার্চের ভাষণ যা ছিল বাঙালির সম্পদ তা এখন সারা বিশ্ববাসীর সম্পদে পরিণত হয়েছে। তাই এটা নিয়ে কোন রাজনীতি না করারও আহ্বান জানান তিনি।
সেমিনারে বিএফইউজে'র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক সমকালের সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
**‘রাজনীতিতে পরিবর্তনের কথা ভূতের মুখে রাম নামের শামিল'
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এএম/আরআই