তিনি বলেন, আদালত সরকারের পরামর্শ মতো বিরোধী দলকে নিশ্চিন্ন করার জন্য কাজ করছে।
শুক্রবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ' তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত ভিডিও গানের প্রকাশনা উৎসবে তিনি এমন প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, বিচারের প্রক্রিয়া যদি এই ধারায় চলতে থাকে, আদালতে যদি ন্যায় বিচার না হয়, আদালত যদি শেখ হাসিনার কথায় চলতে থাকে তাহলে ঐ সকল বিচারকদের জনগণের আদালতের কাঠগড়ায় দাড় করানো হবে।
রিজভী বলেন, একটি ছেলে জাতীয়তাবাদের চেতনা নিয়ে এগিয়ে যাবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ্য করতে পারছেন না। যার কারণে তাদের ক্ষোভের শিকার হয়েছেন তারেক রহমান।
তারেক রহমান শুধুমাত্র মইন ইউ আহমেদ ও ফখরুদ্দীনের মাধ্যমে নয়, শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আমরা একটি ভয়ংকর পরিবেশে বসবাস করছি, যেখানে তারেক রহমানের কথা বললেই গ্রেফতার হতে হয়। কথা বললেই গুম খুন অপহরণ করা হয়।
যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।
বিজেপির চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক কামরুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, গীতিকার মনিরুজ্জামান মনির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৭,২০১৭
এএম/বিএস