শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের বিশ্ব ঐহিত্য প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষে নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
আনিসুজ্জামান বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণ স্বীকৃতি দিয়ে বাংলাদেশ অসাধারণ সম্মানিত করেছে।
জাতীয় এ অধ্যাপক বলেন, তৎকালিন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম... এ বাক্যটি শুনেই বুঝতে পেরেছি, পৃথিবীর বুকে নতুন দেশ, জাতির জন্ম হলো। অনুধাবন করেছিলাম তার ভাষণের তাৎপর্য।
অনানুষ্ঠানিক এ ভাষণের পর আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেই। মুক্তিযুদ্ধের পুরো সময় কারাগারে ছিলেন, কিন্তু আমরা তার ভাষণে শক্তি সঞ্চয় করে স্বাধীনতার দুরন্ত লক্ষ্য অর্জন করি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমসি/এসএইচ