শনিবার (১৮ নভেম্বর) দুপুরে এ গুণী নৃত্যশিল্পীকে দেখতে ওই হাসপাতালে যান তিনি। এ সময় হাসপাতালে ঝুনুর চিকিৎসকদের কাছ থেকে মির্জা ফখরুল তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।
নৃত্যশিল্পের এই প্রশিক্ষক দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছিলেন। এরপর সম্প্রতি ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এএম/বিএস