বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আখতার হামিদের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি নওগাঁ-৩ আসনে পরপর তিন বার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ১০ম ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেন বিএনপির এই নেতা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরবি/