মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরশেদ আলী বাংলানিউজকে জানান, বিকেলে জানাজা শেষে তার গ্রামের বাড়ি বৈদ্যনাথপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
আতাউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলে যোগ দেন। ১৯৮৬ সালে তিনি জাসদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাসদ (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আরবি/