কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ নভেম্বর) বেলা ১২টার যৌথভাবে তারা এ মানববন্ধনের আয়োজন করে।
জেলা বাসদ নেতা আব্দুল হাইয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন–জেলা সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম, জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদের সদস্য মাসুদ পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে। চালের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। পেঁয়াজের ঝাঁজে বাজারে ঢোকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সবজি-কাঁচা মরিচের দাম এখনো লাগাম ছাড়া।
অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমবিএইচ/বিএস